প্রকাশিত: Sat, Dec 30, 2023 10:32 PM
আপডেট: Sat, Dec 6, 2025 10:06 PM

[১]সারাদেশে জাতীয় পার্টির প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের

মোস্তাফিজার বাবলু, রংপুর: [২] দেশের বিভিন্ন স্থানে নৌকা প্রার্থী ও সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, নির্বাচনি অফিস ভাঙচুর, পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট প্রভাবিত করার মতো কাজ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের।

[৩] শনিবার রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

[৪] তিনি জানান, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পার্টির ভোটার প্রার্থী ও সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না।

[৫] জিএম কাদের বলেন, লালমনিরহাট ২ আসনের লাঙ্গলের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে, নির্বাচন থেকে সরে যেতে বলছে, সিলেটে নির্বাচনি ক্যাম্প ভেঙে দেয়া হয়েছে। এরকম অনেক ঘটনা সারাদেশে ঘটছে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সম্পাদনা : মুরাদ হাসান